আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৯৪
অধ্যায়ঃ সদকা
ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১১৯৪. হযরত মাসউদ ইবন আমর (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তি অবলম্বন করে, আল্লাহ তার চেহারাকে লাঞ্ছিত করবেন। আল্লাহর নিকট তার কোন মর্যাদা থাকবে না।
(বাযযার এবং তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে এবং তাঁর সনদে মুহাম্মদ ইবন আবদুর রহমান ইবন আবু লায়লা নামে একজন বর্ণনাকারী রয়েছেন।)
كتاب الصَّدقَات
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1194 - وَعَن مَسْعُود بن عَمْرو رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يزَال العَبْد يسْأَل وَهُوَ غَنِي حَتَّى يخلق وَجهه فَمَا يكون لَهُ عِنْد الله وَجه

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده مُحَمَّد بن عبد الرَّحْمَن بن أبي ليلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান