আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৭০
আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৭০. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) তাকে যাকাত উসূলের জন্য প্রেরণকালে বললেনঃ হে আবু ওয়ালীদ! আল্লাহকে ভয় কর এবং কিয়ামতের দিন উট নিয়ে উপস্থিত হবে না, যা চিৎকার দেবে, অথবা গরু নিয়েও উপস্থিত হবে না, যা হাম্বা হাম্বা করে চিৎকার দেবে, অথবা বকরী নিয়েও উপস্থিত হবে না, যা ভ্যা ভ্যা করে চিৎকার দেবে। তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ! ব্যাপারটি কি তাহলে এরূপই? তিনি বললেন: হ্যাঁ, যাঁর হাতে আমার জীবন সমর্পিত, তাঁর শপথ! তিনি বললেন: যে আল্লাহ আপনাকে সত্য দ্বীনসহ পাঠিয়েছেন তাঁর শপথ! আমি কখনো আপনার আমলা (কর্মকর্তা) নির্বাচিত হবো না।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং সহীহ সনদে বর্ণিত।)
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1170 - وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بَعثه على الصَّدَقَة فَقَالَ يَا أَبَا الْوَلِيد اتَّقِ الله لَا تَأتي يَوْم الْقِيَامَة بِبَعِير تحمله لَهُ رُغَاء أَو بقرة لَهَا خوار أَو شَاة لَهَا ثُغَاء
قَالَ يَا رَسُول الله إِن ذَلِك لكذلك قَالَ إِي وَالَّذِي نَفسِي بِيَدِهِ
قَالَ فوالذي بَعثك بِالْحَقِّ لَا أعمل لَك على شَيْء أبدا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৭০ | মুসলিম বাংলা