আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৬৮
আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৬৮. হযরত সা'দ ইবন উবাদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) তাকে বলেছেন: তুমি অমুক এলাকার সদকা উসূলের জন্য প্রস্তুত হও। আর মনে রেখ, তুমি যেন কিয়ামতের দিন তোমার কাঁধে উট শাবক নিয়ে উপস্থিত না হও, যা তোমার কাঁধে চিৎকার করতে থাকবে। তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ! এই দায়িত্ব হতে আমাকে মুক্তি দিন। সে মতে তিনি তাকে অব্যাহতি দিলেন।
(আহমদ, বাযযার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত, তবে সা'ঈদ ইবন মুসায়্যাব (র) সা'দ (রা)-এর সাক্ষাত পাননি। বাযযার হযরত ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) সা'দ ইবন উবাদা (রা)-কে যাকাত উসূল করতে পাঠান। এরপর তিনি অনুরূপ বর্ণনা করেন। উপরোক্ত বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থে বিশ্বস্ত।)
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1168 - وَعَن سعد بن عبَادَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ قُم على صَدَقَة بني فلَان وَانْظُر أَن تَأتي يَوْم الْقِيَامَة ببكر تحمله على عاتقك أَو كاهلك لَهُ رُغَاء يَوْم الْقِيَامَة
قَالَ يَا رَسُول الله اصرفها عني فصرفها عَنهُ

رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد ثِقَات إِلَّا أَن سعيد بن الْمسيب لم يدْرك سَعْدا وَرَوَاهُ الْبَزَّار أَيْضا عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ بعث رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سعد بن عبَادَة فَذكر نَحوه وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৬৮ | মুসলিম বাংলা