আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১২৮
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৮. হযরত উবায়দ ইবন উমায়র লায়সী তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের ভাষণে বলেছেন: নিশ্চয়ই মুসল্লীগণ আল্লাহর ওলী। যে ব্যক্তি আল্লাহ কর্তৃক ফরযরূপে ধার্যকৃত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমযানের সিয়াম পালন করে এবং তার সিয়ামের সওয়াবের আশা করে, সওয়াবের আশায় সন্তুষ্ট চিত্তে যাকাত আদায় করে এবং আল্লাহ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কবীরা গুনাহ থেকে বিরত থাকে। এক সাহাবী বলল: ইয়া রাসূলাল্লাহ! কবীরা গুনাহ কয়টি? তিনি বললেন: নয়টি। সর্বাপেক্ষা জঘন্য হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অন্যায়ভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, যাদু করা, ইয়াতীমের সম্পদ (অন্যায়ভাবে) ভক্ষণ করা, সুদ খাওয়া, মুসলিম পিতামাতার সাথে অসদাচরণ করা, তোমাদের জীবিত ও মৃতদের কিবলা সম্মানিত বায়তুল্লাহ শরীফকে হালাল মনে করা। কাজেই যে ব্যক্তি জীবদ্দশায় এ সব কবীরা গুনাহ করল না, বরং সালাত কায়েম করল এবং যাকাত আদায় করল, সে হবে জান্নাতে মুহাম্মদ-এর সংগী, যার দরজার কপাটসমূহ হবে স্বর্ণের পাত খচিত।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে এবং এর সকল রাবী বিশ্বস্ত। তবে কারো কারো ব্যাপারে অভিযোগ রয়েছে। আবু দাউদ আংশিক হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1128 - وَعَن عبيد بن عُمَيْر اللَّيْثِيّ رَضِي الله عَنهُ عَن أَبِيه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي حجَّة الْوَدَاع إِن أَوْلِيَاء الله المصلون وَمن يُقيم الصَّلَوَات الْخمس الَّتِي كتبهن الله عَلَيْهِ ويصوم رَمَضَان ويحتسب صَوْمه ويؤتي الزَّكَاة محتسبا طيبَة بهَا نَفسه ويجتنب الْكَبَائِر الَّتِي نهى الله عَنْهَا فَقَالَ رجل من أَصْحَابه يَا رَسُول الله وَكم الْكَبَائِر قَالَ تسع أعظمهن الْإِشْرَاك بِاللَّه وَقتل الْمُؤمن بِغَيْر حق والفرار من الزَّحْف وَقذف المحصنة وَالسحر وَأكل مَال الْيَتِيم وَأكل الرِّبَا وعقوق الْوَالِدين الْمُسلمين وَاسْتِحْلَال الْبَيْت الْعَتِيق الْحَرَام قبلتكم أَحيَاء وأمواتا لَا يَمُوت رجل لم يعْمل هَؤُلَاءِ الْكَبَائِر وَيُقِيم الصَّلَاة ويؤتي الزَّكَاة إِلَّا رافق مُحَمَّدًا صلى الله عَلَيْهِ وَسلم فِي بحبوحة جنَّة أَبْوَابهَا مصاريع الذَّهَب

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات وَفِي بَعضهم كَلَام وَعند أبي دَاوُد بعضه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১২৮ | মুসলিম বাংলা