আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১১০৬
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর রাতে ও জুমু'আর দিনে সূরা কাহফ পাঠ করা ও অপরাপর যিকর করার প্রতি অনুপ্রেরণা
১১০৬. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন সূরা আলে ইমরান তিলাওয়াত করবে, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করবেন এবং ফিরিশতাগণ তাঁর প্রতি রহমত বিতরণ করবেন।
(তাবারানী তাঁর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْكَهْف وَمَا يذكر مَعهَا لَيْلَة الْجُمُعَة وَيَوْم الْجُمُعَة
1106 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ السُّورَة الَّتِي يذكر فِيهَا آل عمرَان يَوْم الْجُمُعَة صلى عَلَيْهِ الله وَمَلَائِكَته حَتَّى تغيب الشَّمْس

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১০৬ | মুসলিম বাংলা