আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৫০
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৫০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন জুমু'আর দিন ও রাতে যে চব্বিশটি ঘন্টা রয়েছে, আল্লাহ তা'আলা উক্ত ঘন্টাসমূহে ছয়লক্ষ লোককে জাহান্নামে থেকে মুক্তি দেন। বর্ণনাকারী বলেন: আমরা তাঁর কাছ থেকে বেরিয়ে এলাম এবং হাসানের কাছে যেয়ে হাদীসটির যথার্থতা সম্পর্কে আলোচনা করলাম। তিনি বললেন: আমি এ হাদীসটি শুনেছি। তবে তাঁর বর্ণনায় আরো আছেঃ ঐ সকল লোককে (ক্ষমা করা হবে) যাদের উপর জাহান্নাম অবধারিত হয়েছে।
(আবূ ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী সংক্ষেপে নিজ শব্দযোগে বর্ণনা করেনঃ
প্রত্যেক জুমু'আয় আল্লাহ তা'আলা ছয়লক্ষ লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1050 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن يَوْم الْجُمُعَة وَلَيْلَة الْجُمُعَة أَرْبَعَة وَعِشْرُونَ سَاعَة لَيْسَ فِيهَا سَاعَة إِلَّا وَللَّه فِيهَا سِتّمائَة ألف عَتيق من النَّار
قَالَ فخرجنا من عِنْده فَدَخَلْنَا على الْحسن فَذَكرنَا لَهُ حَدِيث ثَابت فَقَالَ سمعته وَزَاد فِيهِ كلهم قد استوجبوا النَّار

رَوَاهُ أَبُو يعلى وَالْبَيْهَقِيّ بِاخْتِصَار وَلَفظه لله فِي كل جُمُعَة سِتّمائَة ألف عَتيق من النَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৫০ | মুসলিম বাংলা