আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৩৯
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৩৯. হযরত আতীক আবূ বকর সিদ্দীক (রা) ও ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমুআর দিন গোসল করবে, তার সমস্ত গুনাহ মাফ করা হবে। যখন সে পায়ে হেঁটে পথ চলবে, তখন তার প্রতি পদক্ষেপে বিশটি করে নেকী লেখা হবে। আর যখন সে সালাত আদায় করে চলে যাবে, তখন তাকে দু'শো বছরের পুরস্কার দেওয়া হবে।
(তাবারানীর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে আওসাত গ্রন্থে হযরত আবূ বকর সিদ্দীক (রা) সূত্রে এককভাবে বর্ণিত হয়েছে এবং তিনি তাতে বলেছেনঃ তার প্রত্যেক পদক্ষেপের জন্য রয়েছে বিশ বছরের নেকী।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1039 - وَرُوِيَ عَن عَتيق أبي بكر الصّديق وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اغْتسل يَوْم الْجُمُعَة كفرت عَنهُ ذنُوبه وخطاياه فَإِذا أَخذ فِي الْمَشْي كتب لَهُ بِكُل خطْوَة عشرُون حَسَنَة فَإِذا انْصَرف من الصَّلَاة أُجِيز بِعَمَل مِائَتي سنة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَفِي الْأَوْسَط أَيْضا عَن أبي بكر رَضِي الله عَنهُ وَحده وَقَالَ فِيهِ كَانَ لَهُ بِكُل خطْوَة عمل عشْرين سنة