আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০২৮
অধ্যায়ঃ নফল
ইসতিখারার সালাতের প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জন প্রসঙ্গে
১০২৮. হযরত সা'দ ইবন আবি ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: বনী আদমের সৌভাগ্য হল আল্লাহর নামে ইসতিখারা করা।
(আহমদ, আবূ ইয়ালা ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম আরো বলেছেন: বনী আদমের দুর্ভাগ্য হল আল্লাহর নামে ইসতিখারা বর্জন করা। তিনি বলেন: এ হাদীসটি সহীহ সনদে বর্ণিত। আর ইমাম তিরমিযী নিজ শব্দযোগে বর্ণনা করেন: বনী আদমের সৌভাগ্য হল আল্লাহর নামে অধিক ইসতিখারা করা এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। আর বনী আদমের দুর্ভাগ্য হল আল্লাহর নামে ইসতিখারা বর্জন করা এবং আল্লাহর ফয়সালার উপর অসন্তুষ্ট থাকা। ইমাম তিরমিযী বলেন: এ হাদীসটি গরীব। মুহাম্মাদ ইবন আবু হামীদ ব্যতীত আমি অন্য কারো বর্ণনায় এ হাদীস পাইনি। তবে এ হাদীসটির সনদ হাদীস বিশেষশুদের নিকট শক্তিশালী নয়। বাযযার নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: লোকের সৌভাগ্য হল তার প্রতিপালকের উদ্দেশ্যে ইসতিখারা করা এবং তাঁর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করা। আর লোকের দুর্ভাগ্য হল ইসতিখারা বর্জন করা এবং তাঁর ফয়সালার উপর অসন্তুষ্ট থাকা।
আবুশ শায়খ ইবন হিব্বান 'সওয়াব' অধ্যায়ে হাদীসটি বর্ণনা করেছেন। ইস্পাহানী ও বাযযার অনুরূপ বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الاستخارة وَمَا جَاءَ فِي تَركهَا
1028 - عَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سَعَادَة ابْن آدم استخارته الله عز وَجل

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالْحَاكِم وَزَاد وَمن شقوة ابْن آدم تَركه استخارة الله
وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ وَرَوَاهُ التِّرْمِذِيّ وَلَفظه من سَعَادَة ابْن آدم كَثْرَة استخارة الله تَعَالَى وَرضَاهُ بِمَا قضى الله لَهُ وَمن شقاوة ابْن آدم تَركه استخارة الله تَعَالَى وَسخطه بِمَا قضى الله لَهُ
وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث مُحَمَّد بن أبي حميد وَلَيْسَ بِالْقَوِيّ عِنْد أهل الحَدِيث وَرَوَاهُ الْبَزَّار وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سَعَادَة الْمَرْء استخارته ربه وَرضَاهُ بِمَا قضى وَمن شقاء الْمَرْء تَركه الاستخارة وَسخطه بعد الْقَضَاء
وَرَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب والأصبهاني بِنَحْوِ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান