আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৫১
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৫১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি রাতে দশ আয়াত তিলাওয়াত করবে, তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হবে না। যে ব্যক্তি একশ' আয়াত তিলাওয়াত করবে, তাকে রাতে দাঁড়িয়ে সালাত আদায়ের সওয়াব দেওয়া হবে। যে ব্যক্তি দুশো আয়াত তিলাওয়াত করবে, তাকে কানেতীনের অন্তর্ভুক্ত করা হবে। যে ব্যক্তি চারশো আয়াত তিলাওয়াত করবে, তাকে আবেদীনের অন্তর্ভুক্ত করা হবে। যে ব্যক্তি পাঁচশ আয়াত তিলাওয়াত করবে, তাকে হাফিযীনের অন্তর্ভুক্ত করা হবে। যে ব্যক্তি ছয়শো আয়াত তিলাওয়াত করবে, তাকে খাশিঈনের অন্তর্ভুক্ত করা হবে। যে ব্যক্তি আটশো আয়াত তিলাওয়াত করবে, তাকে মুখবিতীনের অন্তর্ভুক্ত করা হবে। আর যে ব্যক্তি এক হাজার আয়াত তিলাওয়াত করবে। তাকে কিতার দান করা হবে। কিন্তার হল বারশো আওকীয়া, আওকীয়া হল আসমান-যমীনের মধ্যস্থ বস্তুরাজি অপেক্ষা উত্তম। অথবা তিনি বলেছেন: যার উপর সূর্যালোক পড়ে, তা থেকে উত্তম। আর যে ব্যক্তি দুই হাজার আয়াত তিলাওয়াত করবে, সে হবে মুজিবীনদের অন্তর্ভুক্ত।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
[الموجب] এর অর্থ হল, এমন কাজ আঞ্জাম দেওয়া, যা জান্নাত অবধারিত করে দেয় এবং এমন কাজও, যা জাহান্নাম অবধারিত করে দেয়। এটি এ অর্থেও ব্যবহৃত হয়।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
951 - وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ عشر آيَات فِي لَيْلَة لم يكْتب من الغافلين وَمن قَرَأَ مائَة آيَة كتب لَهُ قنوت لَيْلَة وَمن قَرَأَ مِائَتي آيَة كتب من القانتين وَمن قَرَأَ أَرْبَعمِائَة آيَة كتب من العابدين وَمن قَرَأَ خَمْسمِائَة آيَة كتب من الحافظين وَمن قَرَأَ سِتّمائَة آيَة كتب من الخاشعين وَمن قَرَأَ ثَمَانمِائَة آيَة كتب من المخبتين وَمن قَرَأَ ألف آيَة أصبح لَهُ قِنْطَار وَالْقِنْطَار ألف وَمِائَتَا أُوقِيَّة وَالْأُوقِية خير مِمَّا بَين السَّمَاء وَالْأَرْض أَو قَالَ خير مِمَّا طلعت عَلَيْهِ الشَّمْس وَمن قَرَأَ ألفي آيَة كَانَ من الموجبين

رَوَاهُ الطَّبَرَانِيّ
الْمُوجب الَّذِي أَتَى بِفعل يُوجب لَهُ الْجنَّة وَيُطلق أَيْضا على من أَتَى بِفعل يُوجب لَهُ النَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান