আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯২০
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯২০. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: হযরত দাউদ
(আ)-এর সালাত আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সালাত এবং দাউদ (আ)-এর সিয়াম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। তিনি (প্রথম) অর্ধেক রাত ঘুমাতেন। এরপর এক-তৃতীয়াংশ দীর্ঘ কিয়াম করতেন (পুনরায়) এক-ষষ্ঠাংশ ঘুমাতেন। আর একদিন সিয়াম পালন করতেন এবং একদিন সিয়াম ভঙ্গ করতেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী কেবল 'সাওম'-এর কথা উল্লেখ করেছেন।)
(আ)-এর সালাত আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় সালাত এবং দাউদ (আ)-এর সিয়াম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। তিনি (প্রথম) অর্ধেক রাত ঘুমাতেন। এরপর এক-তৃতীয়াংশ দীর্ঘ কিয়াম করতেন (পুনরায়) এক-ষষ্ঠাংশ ঘুমাতেন। আর একদিন সিয়াম পালন করতেন এবং একদিন সিয়াম ভঙ্গ করতেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী কেবল 'সাওম'-এর কথা উল্লেখ করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
920 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أحب الصَّلَاة إِلَى الله صَلَاة دَاوُد وَأحب الصّيام إِلَى الله صِيَام دَاوُد كَانَ ينَام نصف اللَّيْل وَيقوم ثلثه وينام سدسه ويصوم يَوْمًا وَيفْطر يَوْمًا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَذكر التِّرْمِذِيّ مِنْهُ الصَّوْم فَقَط
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَذكر التِّرْمِذِيّ مِنْهُ الصَّوْم فَقَط