আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৭৬
অধ্যায়ঃ নফল
বিতরের সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং যে বিতরের সালাত আদায় করে না, তার বর্ণনা
৮৭৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ হে কুরআনের অনুসারীগণ! তোমরা বিতরের সালাত আদায় করবে। কেননা আল্লাহ বেজোড়, কাজেই তিনি বিতর পসন্দ করেন।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা (রা) সূত্রে ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন: নিশ্চিয়ই আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পসন্দ করেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা (রা) সূত্রে ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন: নিশ্চিয়ই আল্লাহ বেজোড়, তিনি বেজোড় পসন্দ করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الْوتر وَمَا جَاءَ فِيمَن لم يُوتر
876 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أهل الْقُرْآن أوتروا فَإِن الله وتر يحب الْوتر
رَوَاهُ أَبُو دَاوُد وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه مُخْتَصرا من حَدِيث أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ إِن الله وتر يحب الْوتر
رَوَاهُ أَبُو دَاوُد وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه مُخْتَصرا من حَدِيث أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ إِن الله وتر يحب الْوتر