আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৭১
অধ্যায়ঃ নফল
মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ের সালাতের প্রতি অনুপ্রেরণা
৮৭১. হযরত আনাস (রা) আল্লাহ বাণী تَتَجَافَى جنُوبهم عَن الْمضَاجِع তারা শয্যা ত্যাগ করে ..... সম্পর্কে বলেনঃ আতামার (ইশা) সালাতের জন্য প্রতীক্ষা করার ব্যাপারে এ আয়াত অবতীর্ণ হয়েছে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, এ হাদীসটি হাসান-সহীহ-গরীব। তবে আবু দাউদ (র) বলেছেনঃ
তাঁরা মাগরিবের ও ইশার সালাতের মধ্যবর্তী সময়ে নফল সালাত আদায় করতেন। হাসান (রা) বলেনঃ এরদ্বারা কিয়ামুল লায়ল উদ্দেশ্য।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة بَين الْمغرب وَالْعشَاء
871 - وَعَن أنس رَضِي الله عَنهُ فِي قَوْله تَعَالَى {تَتَجَافَى جنُوبهم عَن الْمضَاجِع} السَّجْدَة 61 نزلت فِي انْتِظَار الصَّلَاة الَّتِي تدعى الْعَتَمَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح غَرِيب وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ كَانُوا يتنفلون مَا بَين الْمغرب وَالْعشَاء يصلونَ وَكَانَ الْحسن يَقُول قيام اللَّيْل
tahqiqতাহকীক:তাহকীক চলমান