আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৯৫
সালাতে এদিক সেদিক তাকান এবং অপরাপর উল্লেখযোগ্য বিষয়ের প্রতি ভীতি প্রদর্শন
৭৯৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: হে প্রিয় বৎস। সালাতে এদিক সেদিক তাকানো থেকে বিরত থাক। কেননা সালাতে এদিক সেদিক তাকানোয় রয়েছে ধ্বংস।
(ইমাম তিরমিযী আলী ইবন যায়দ থেকে সাঈদ ইবন মুসায়্যাব…. হযরত আনাস (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। হাদীসটি হাসান, তবে কোন কোন সূত্রে সহীহ সনদে বর্ণিত।)
[হাফিয আবদুল আযীম (র) বলেনঃ] আলী ইবন যায়দ ইবন যুদ'আন সম্পর্কে মুহাদ্দিসগণ অভিমত ব্যক্ত করেছেন। সা'ঈদ-এর সূত্রে আনাস (রা)-এর বর্ণনা অপ্রসিদ্ধ।
التَّرْهِيب من الِالْتِفَات فِي الصَّلَاة وَغَيره مِمَّا يذكر
795 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا بني إياك والالتفات فِي الصَّلَاة فَإِن الِالْتِفَات فِي الصَّلَاة هلكة
الحَدِيث
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة عَليّ بن زيد عَن سعيد بن الْمسيب عَن أنس وَقَالَ حَدِيث حسن وَفِي بعض النّسخ صَحِيح
قَالَ المملي وَعلي بن زيد بن جدعَان يَأْتِي الْكَلَام عَلَيْهِ وَرِوَايَة سعيد عَن أنس غير مَشْهُورَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৯৫ | মুসলিম বাংলা