আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৮৩
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৮৩. হযরত উকবা ইবন আমির (রা) থেকে নবী (সা) ব্যক্তি উযূ করল এবং পূর্ণভাবে উযূ করল, এরপর সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যখন কোন মুসলিম সে সালাতে দাঁড়াল এবং অর্থের প্রতি মনোযোগ দিয়ে সালাত আদায় করল, সালাত শেষে সে এমন হল যে, যেন আজ তার মা তাকে প্রসব করেছে।
(হাকিম হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, সহীহ সনদে হাদীসটি বর্ণিত। মুসলিম ও অন্যান্য গ্রন্থেও অনুরূপ বর্ণিত আছে। অনুরূপ হাদীস ইতোপূর্বে বর্ণিত হয়েছে।)
(হাকিম হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, সহীহ সনদে হাদীসটি বর্ণিত। মুসলিম ও অন্যান্য গ্রন্থেও অনুরূপ বর্ণিত আছে। অনুরূপ হাদীস ইতোপূর্বে বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
783 - وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يتَوَضَّأ فيسبغ الْوضُوء ثمَّ يقوم فِي صلَاته فَيعلم مَا يَقُول إِلَّا انْفَتَلَ وَهُوَ كَيَوْم وَلدته أمه
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَهُوَ فِي مُسلم وَغَيره بِنَحْوِهِ وَتقدم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَهُوَ فِي مُسلم وَغَيره بِنَحْوِهِ وَتقدم


বর্ণনাকারী: