আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৮১
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৮১. হযরত আবদুল্লাহ ইবন আবু বকর (রা) থেকে বর্ণিত। একদা হযরত আবু তালহা আনসারী (রা) একটি দেয়াল ঘেঁষে (কক্ষে) সালাত আদায় করছিলেন। এ সময় একটি ছোট পাখি সুড়ঙ্গপথে ঢুকে বের হওয়ার পথ খুঁজছিল, কিন্তু সুড়ঙ্গ খুঁজে পাচ্ছিল না। এ ঘটনা তাকে বিস্ময়াভিভূত করল। ফলে ক্ষণিকের জন্য তাঁর দৃষ্টি সে দিকে চলে যায়। তারপর তিনি সালাতের প্রতি মনোনিবেশ করেন। অথচ কত রাক'আত সালাত আদায় করেছেন তা ভুলে যান। তিনি বললেন: আমাকে এ ফিৎনা পেয়ে বসেছে। তারপর তিনি রাসূলুল্লাহ (সা) এর কাছে তাঁর সালাতে সংঘটিত ঘটনা আলোচনা করলেন এবং বললেনঃ ইয়া রাসূলাল্লাহ। আমি এটি (আল্লাহর নামে) সদকা করছি। আপনি ইচ্ছামত তা ব্যয় করুন।
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবন আবু বকর এ কিসসা পান নি। তবে তিনি অন্য সূত্রে হযরত আবু তালহা (রা) কিংবা রাসূলুল্লাহ (সা) এর বরাত উল্লেখ না করে নিজ শব্দযোগে বলেছেনঃ খেজুরের মৌসুমে মদীনার কোন এক উপত্যকায় একটি দেয়াল (বাগান) ঘেঁষে এক আনসার সাহাবী সালাত আদায় করতেন। তখন খেজুর পেকেছিল, আর তা ছিল থোকায় থোকায়। তিনি তৎপ্রতি দৃষ্টি করেন। ফলে তিনি অভিভূত হয়ে পড়েন। এরপর তিনি সালাত শুরু করেন। অথচ তিনি কত রাক'আত সালাত আদায় করেছেন তা ভুলে গেলেন। তিনি বললেনঃ আমাকে ফিৎনা পেয়ে বসেছে। খলীফা উসমান (রা) তখন আসলেন, তিনি তাঁর কাছে ঘটনা আলোচনা করলেন। তিনি বললেন: তা সদকা, কাজেই তা আল্লাহর পথে সাদকা কর। সেমতে তিনি তা পঞ্চাশ হাজার দিরহামে বিক্রি করেন। ফলে এ মালের নামকরণ হয় 'পঞ্চম" (الْخمسين)।)
(হাদীসটি মালিক বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবন আবু বকর এ কিসসা পান নি। তবে তিনি অন্য সূত্রে হযরত আবু তালহা (রা) কিংবা রাসূলুল্লাহ (সা) এর বরাত উল্লেখ না করে নিজ শব্দযোগে বলেছেনঃ খেজুরের মৌসুমে মদীনার কোন এক উপত্যকায় একটি দেয়াল (বাগান) ঘেঁষে এক আনসার সাহাবী সালাত আদায় করতেন। তখন খেজুর পেকেছিল, আর তা ছিল থোকায় থোকায়। তিনি তৎপ্রতি দৃষ্টি করেন। ফলে তিনি অভিভূত হয়ে পড়েন। এরপর তিনি সালাত শুরু করেন। অথচ তিনি কত রাক'আত সালাত আদায় করেছেন তা ভুলে গেলেন। তিনি বললেনঃ আমাকে ফিৎনা পেয়ে বসেছে। খলীফা উসমান (রা) তখন আসলেন, তিনি তাঁর কাছে ঘটনা আলোচনা করলেন। তিনি বললেন: তা সদকা, কাজেই তা আল্লাহর পথে সাদকা কর। সেমতে তিনি তা পঞ্চাশ হাজার দিরহামে বিক্রি করেন। ফলে এ মালের নামকরণ হয় 'পঞ্চম" (الْخمسين)।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
781 - وَعَن عبد الله بن أبي بكر أَن أَبَا طَلْحَة الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ كَانَ يُصَلِّي فِي حَائِط لَهُ فطار دبسي فَطَفِقَ يتَرَدَّد يلْتَمس مخرجا فَلَا يجد فأعجبه ذَلِك فَجعل يتبعهُ بَصَره سَاعَة ثمَّ رَجَعَ إِلَى صلَاته فَإِذا هُوَ لَا يدْرِي كم صلى فَقَالَ لقد أصابني فِي مَالِي هَذَا فتْنَة فجَاء إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر لَهُ الَّذِي أَصَابَهُ فِي صلَاته وَقَالَ يَا رَسُول الله هُوَ صَدَقَة فضعه حَيْثُ شِئْت
رَوَاهُ مَالك وَعبد الله بن أبي بكر لم يدْرك الْقِصَّة وَرَوَاهُ من طَرِيق آخر فَلم يذكر فِيهِ أَبَا طَلْحَة وَلَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَلَفظه أَن رجلا من الْأَنْصَار كَانَ يُصَلِّي فِي حَائِط لَهُ بالقف وَاد من أَوديَة الْمَدِينَة فِي زمَان الثَّمر وَالنَّخْل قد ذللت وَهِي مطوقة بثمرها فَنظر إِلَيْهَا فَأَعْجَبتهُ ثمَّ رَجَعَ إِلَى صلَاته فَإِذا هُوَ لَا يدْرِي كم صلى فَقَالَ لقد أصابني فِي مَالِي هَذَا فتْنَة فجَاء عُثْمَان رَضِي الله عَنهُ وَهُوَ يَوْمئِذٍ خَليفَة فَذكر ذَلِك لَهُ وَقَالَ هُوَ صَدَقَة فاجعله فِي سَبِيل الْخَيْر فَبَاعَهُ بِخَمْسِينَ ألفا فَسمى ذَلِك المَال الْخمسين
رَوَاهُ مَالك وَعبد الله بن أبي بكر لم يدْرك الْقِصَّة وَرَوَاهُ من طَرِيق آخر فَلم يذكر فِيهِ أَبَا طَلْحَة وَلَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَلَفظه أَن رجلا من الْأَنْصَار كَانَ يُصَلِّي فِي حَائِط لَهُ بالقف وَاد من أَوديَة الْمَدِينَة فِي زمَان الثَّمر وَالنَّخْل قد ذللت وَهِي مطوقة بثمرها فَنظر إِلَيْهَا فَأَعْجَبتهُ ثمَّ رَجَعَ إِلَى صلَاته فَإِذا هُوَ لَا يدْرِي كم صلى فَقَالَ لقد أصابني فِي مَالِي هَذَا فتْنَة فجَاء عُثْمَان رَضِي الله عَنهُ وَهُوَ يَوْمئِذٍ خَليفَة فَذكر ذَلِك لَهُ وَقَالَ هُوَ صَدَقَة فاجعله فِي سَبِيل الْخَيْر فَبَاعَهُ بِخَمْسِينَ ألفا فَسمى ذَلِك المَال الْخمسين
