আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭১৬
অধ্যায়ঃ নামাজ
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ ডানদিকের (মুসল্লীদের) প্রতি রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাকুল তাদের প্রতি রহমত বিতরণ করেন।
(আবু দাউদ এবং ইবন মাজাহ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
716 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله وَمَلَائِكَته يصلونَ على ميامن الصُّفُوف

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه بِإِسْنَاد حسن
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭১৬ | মুসলিম বাংলা