আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭১৪
প্রথম সারিতে সালাত আদায় করা, সারি সোজা করা এবং সারি মিলিয়ে দাঁড়ানো, ডানে এবং অন্যের কষ্টের আশংকায় পেছনের সারিতে সালাত আদায়ের ফযীলত
৭১৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সালাত দাঁড়িয়ে গিয়েছিল (অর্থাৎ সালাতের ইকামত শেষ হয়ে গিয়েছিল) এমন সময় রাসূলুল্লাহ (সা) আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেনঃ তোমাদের সারিগুলো সোজা করে নাও এবং পরস্পরে ঘেঁষে ঘেষে দাঁড়াও। কারণ আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখি।
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থসমূহে হাদীসটি বর্ণিত হয়েছে। বুখারী শরীফের এক বর্ণনায় বলা হয়েছে: কাজেই এরপর (থেকে) আমাদের প্রত্যেকে তার পাশের জনের কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে নিত।)
التَّرْغِيب فِي الصَّفّ الأول وَمَا جَاءَ فِي تَسْوِيَة الصُّفُوف والتراص فِيهَا وَفضل ميامنها وَمن صلى فِي الصَّفّ الْمُؤخر مَخَافَة إِيذَاء غَيره لَو تقدم
714 - وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ أُقِيمَت الصَّلَاة فَأقبل علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِوَجْهِهِ فَقَالَ أقِيمُوا صفوفكم وتراصوا فَإِنِّي أَرَاكُم من وَرَاء ظَهْري

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم بِنَحْوِهِ

وَفِي رِوَايَة للْبُخَارِيّ فَكَانَ أَحَدنَا يلزق مَنْكِبه بمنكب صَاحبه وَقدمه بقدمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭১৪ | মুসলিম বাংলা