আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৭৭
ফজর ও আসরের সালাতের পর লোকের মুসাল্লায় বসার প্রতি অনুপ্রেরণা
৬৭৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) ফজরের সালাত আদায় করার পর তাঁর বসা থেকে উঠতেন না, যতক্ষণ না (ইশরাক) সালাতের সময় হতো। তিনি বলেনঃ যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে তার মুসাল্লায় (ইশরাক) সালাত পর্যন্ত বসে রইল, তার এই বসায় একটি কবুলকৃত হজ্জ ও উমরা আদায়ের তুল্য সওয়াব রয়েছে।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। ফযল ইবন মুয়াফিক ব্যতীত তাঁর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। তাঁর ব্যাপারে বিতর্ক রয়েছে।)
التَّرْغِيب فِي جُلُوس الْمَرْء فِي مُصَلَّاهُ بعد صَلَاة الصُّبْح وَصَلَاة الْعَصْر
677 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا صلى الْفجْر لم يقم من مَجْلِسه حَتَّى تمكنه الصَّلَاة وَقَالَ من صلى الصُّبْح ثمَّ جلس فِي مَجْلِسه حَتَّى تمكنه الصَّلَاة كَانَ بِمَنْزِلَة عمْرَة وَحجَّة مُتَقَبَّلَتَيْنِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات إِلَّا الْفضل بن الْمُوفق فَفِيهِ كَلَام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৭৭ | মুসলিম বাংলা