আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬০৮
বিশেষত ইশা ও ফজরের সালাত জামা'আতে আদায়ের প্রতি অনুপ্রেরণা দান এবং এ দুটি সালাত বিলম্বে আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৬০৮. নাখা গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবুদ-দারদা (রা)-কে তাঁর অন্তিম মুহূর্তে বলতে শুনেছিঃ আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ (সা) থেকে শুনেছি এমন একটি হাদীস বর্ণনা করব।
আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তুমি এভাবে আল্লাহর ইবাদত কর, যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তাহলে তিনি তোমাকে দেখছেন (একথা মনে করবে)। তুমি নিজকে (সব সময়) মৃত্যুর জন্য প্রস্তুত রাখবে। মযলূমের ফরিয়াদ থেকে নিজকে বাঁচিয়ে রাখবে, কেননা তার ফরিয়াদ কবুল করা হয়। তোমাদের মধ্যকার যে কেউ যদি হামাগুড়ি দিয়ে হলেও ইশা ও ফজরের সালাতে উপস্থিত হতে পারে, তাহলে সে যেন তাই করে।
(তাবারানী তার 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। বর্ণিত অস্পষ্ট ব্যক্তির নাম জাবির। তবে তাঁর অবস্থা আমার জানা নেই।)
আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তুমি এভাবে আল্লাহর ইবাদত কর, যেন তাঁকে তুমি দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তাহলে তিনি তোমাকে দেখছেন (একথা মনে করবে)। তুমি নিজকে (সব সময়) মৃত্যুর জন্য প্রস্তুত রাখবে। মযলূমের ফরিয়াদ থেকে নিজকে বাঁচিয়ে রাখবে, কেননা তার ফরিয়াদ কবুল করা হয়। তোমাদের মধ্যকার যে কেউ যদি হামাগুড়ি দিয়ে হলেও ইশা ও ফজরের সালাতে উপস্থিত হতে পারে, তাহলে সে যেন তাই করে।
(তাবারানী তার 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। বর্ণিত অস্পষ্ট ব্যক্তির নাম জাবির। তবে তাঁর অবস্থা আমার জানা নেই।)
التَّرْغِيب فِي صَلَاة الْعشَاء وَالصُّبْح خَاصَّة فِي جمَاعَة والترهيب من التَّأَخُّر عَنْهُمَا
608 - وَعَن رجل من النخع قَالَ سَمِعت أَبَا الدَّرْدَاء رَضِي الله عَنهُ حِين حَضرته الْوَفَاة قَالَ أحدثكُم حَدِيثا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اعبد الله كَأَنَّك ترَاهُ فَإِن لم تكن ترَاهُ فَإِنَّهُ يراك واعدد نَفسك فِي الْمَوْتَى وَإِيَّاك ودعوة الْمَظْلُوم فَإِنَّهَا تستجاب وَمن اسْتَطَاعَ مِنْكُم أَن يشْهد الصَّلَاتَيْنِ الْعشَاء وَالصُّبْح وَلَو حبوا فَلْيفْعَل
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وسمى الرجل الْمُبْهم جَابِرا وَلَا يحضرني حَاله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وسمى الرجل الْمُبْهم جَابِرا وَلَا يحضرني حَاله
