আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৪৩
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪৩. হযরত উসমান (রা)-এর মুক্ত দাস হারিস থেকে বর্ণিত। তিনি বলেন, এক দিন উসমান (রা) -এর সাথে আমরা বসা ছিলাম। এরপর মুআযযিন এলে তিনি তাকে ডেকে একটি পাত্রে পানি আনালেন। আমার ধারণা, তাতে এক মুদ, (প্রায় এক লিটার) পানি ছিল। তিনি তা দ্বারা উযূ করে বললেনঃ আমি যেভাবে উযূ করলাম, এভাবে আমি রাসূলুল্লাহ (সা) কে উযূ করতে দেখেছি। এরপর তিনি রাসূলুল্লাহ (সা) বলেন: যে ব্যক্তি এভাবে আমার ন্যায় উযূ করবে এবং যোহরের সালাত আদায় করবে, ফজর থেকে যোহর পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। তারপর আসরের সালাত আদায় করলে, যোহর থেকে আসর পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। তারপর সে মাগরিবের সালাত আদায় করলে, আসর থেকে মাগরিব পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। তারপর সে ইশার সালাত আদায় করলে, মাগরিব থেকে ঈশা পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। এরপর সে নীরবে ঘুমিয়ে পড়লে এবং নিদ্রা ভংগ করে উযূশেষে ফজরের সালাত আদায় করলে, ইশা থেকে ফজর পর্যন্তকৃত তার পাপরাশি ক্ষমা করা হবে। আর এ-ই হচ্ছে সৎকর্ম অসৎকর্ম মিটিয়ে দেওয়ার অর্থ। তারা বলেন ৪ এতো সৎকর্মসমূহ, হে 'উসমান! আল-বাকিয়াত কি? তিনি বললেনঃ তাহলঃ لا إله إلا الله (আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই) سُبْحَان الله (আল্লাহ অতিশয় পবিত্র) الْحَمْد لله (সকল প্রশংসা আল্লাহর জন্য) الله أكبر (আল্লাহ মহান) وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যতীত কারো পাপ থেকে বিরত থাকা এবং সৎকাজ করার শক্তি নেই)।
(আহমদ হাসান সনদে হাদীসখানা বর্ণনা করেছেন, আবু ইয়ালা এবং বাযযারও।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
543 - وَعَن الْحَارِث مولى عُثْمَان قَالَ جلس عُثْمَان رَضِي الله عَنهُ يَوْمًا وَجَلَسْنَا مَعَه فجَاء الْمُؤَذّن فَدَعَا بِمَاء فِي إِنَاء أَظُنهُ يكون فِيهِ مد فَتَوَضَّأ ثمَّ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتَوَضَّأ وضوئي هَذَا ثمَّ قَالَ من تَوَضَّأ وضوئي هَذَا ثمَّ قَامَ يُصَلِّي صَلَاة الظّهْر غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الصُّبْح ثمَّ صلى الْعَصْر غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الظّهْر ثمَّ صلى الْمغرب غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الْعَصْر ثمَّ صلى الْعشَاء غفر لَهُ مَا كَانَ بَينهَا وَبَين الْمغرب ثمَّ لَعَلَّه يبيت يتمرغ ليلته ثمَّ إِن قَامَ فَتَوَضَّأ فصلى الصُّبْح غفر لَهُ مَا بَينهَا وَبَين صَلَاة الْعشَاء وَهن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات
قَالُوا هَذِه الْحَسَنَات فَمَا الْبَاقِيَات يَا عُثْمَان قَالَ هِيَ لَا إِلَه إِلَّا الله وَسُبْحَان الله وَالْحَمْد لله وَالله أكبر وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَأَبُو يعلى وَالْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৩ | মুসলিম বাংলা