আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫২৮
অধ্যায়ঃ নামাজ
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা) কে বলতে শুনেছেন: পাঁচ ওয়াক্ত সালাত এর মধ্যকার সময়ে যে গুনাহ করা হয়, তা তার কাফ্ফারা। এরপর রাসূলুল্লাহ (সা) বলেন: ঐ ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত, যার বাড়ির দরজায় রয়েছে পাঁচটি নদী, যাতে সে কাজশেষে ময়লাযুক্ত অথবা
ঘর্মাক্ত হয় এবং প্রত্যেকটি নদীতে একবার করে গোসল করে, তার (শরীরে) ময়লা থাকতে পারে কি? সালাতও তদ্রুপ। যত পাপ কাজ করা হোক, তারপর যদি সে দু'আ করে এবং ক্ষমা প্রার্থনা করে, তার পূর্ববর্তী পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।
(বাযযার ও তাবারানী তাঁর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে দোষমুক্ত সনদে এ হাদীসখানা বর্ণনা করেন। এর সমর্থনে অনেক বর্ণনা রয়েছে।)
ঘর্মাক্ত হয় এবং প্রত্যেকটি নদীতে একবার করে গোসল করে, তার (শরীরে) ময়লা থাকতে পারে কি? সালাতও তদ্রুপ। যত পাপ কাজ করা হোক, তারপর যদি সে দু'আ করে এবং ক্ষমা প্রার্থনা করে, তার পূর্ববর্তী পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।
(বাযযার ও তাবারানী তাঁর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে দোষমুক্ত সনদে এ হাদীসখানা বর্ণনা করেন। এর সমর্থনে অনেক বর্ণনা রয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
528 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الصَّلَوَات الْخمس كَفَّارَة لما بَينهَا ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَرَأَيْت لَو أَن رجلا كَانَ يعتمل وَكَانَ بَين منزله وَبَين معتمله خَمْسَة أَنهَار فَإِذا أَتَى معتمله عمل فِيهِ مَا شَاءَ الله فَأَصَابَهُ الْوَسخ أَو الْعرق فَكلما مر بنهر اغْتسل مَا كَانَ ذَلِك يبقي من درنه فَكَذَلِك الصَّلَاة كلما عمل خَطِيئَة فَدَعَا واستغفر غفر لَهُ مَا كَانَ قبلهَا
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ وشواهده كَثِيرَة
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ وشواهده كَثِيرَة
বর্ণনাকারী: