আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫২৫
অধ্যায়ঃ নামাজ
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৫. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমরা রাসূলুল্লাহ (সা) এর নিকট বসা ছিলাম। ইতিমধ্যে ধবধবে সাদা বস্ত্র পরিহিত ও মিশমিশে কাল কেশধারী এক ব্যক্তি আমাদের নিকট আসলো। তার মধ্যে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছিল না, অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছিল না। এমনকি সে নবী (সা) এর নিকটে বসল এরপর সে তাঁর দুই জানুর সাথে নিজের দুই জানু মিলিয়ে এবং নিজের দুইহাত তাঁর দুই উরুর উপর রেখে বলল: হে মুহাম্মদ। আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ বললেন: আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমযানের সিয়াম পালন করা এবং বায়তুল্লাহ শরীফে হজ্জব্রত পালন করা। হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি বুখারী ও মুসলিমসহ সিহাহ সিত্তাহ গ্রন্থে ও অপরাপর হাদীস গ্রন্থে অসংখ্য সাহাবা থেকে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
525 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا نَحن جُلُوس عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ طلع علينا رجل شَدِيد بَيَاض الثِّيَاب شَدِيد سَواد الشّعْر لَا يرى عَلَيْهِ أثر السّفر وَلَا يعرفهُ منا أحد حَتَّى جلس إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فأسند رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوضع كفيه على فَخذيهِ فَقَالَ يَا مُحَمَّد أَخْبرنِي عَن الْإِسْلَام فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن تشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا رَسُول الله وتقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وتصوم رَمَضَان وتحج الْبَيْت
الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَهُوَ مَرْوِيّ عَن غير وَاحِد من الصَّحَابَة فِي الصِّحَاح وَغَيرهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান