আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৭৭
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৭৭. ইবন মাজাহ (র) থেকে হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে বর্ণিত। তবে তিনি আরও বলেন: আমি কি তোমাদের বলে দেব না, কিসে তোমাদের পাপরাশি মাফ হবে এবং মর্যাদা সমুন্নত হবে? তারা বললঃ হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তারপর তিনি উপরোক্ত রূপ বর্ণনা করেন।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
477 - وَرَوَاهُ ابْن مَاجَه أَيْضا من حَدِيث أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ إِلَّا أَنه قَالَ أَلا أدلكم على مَا يكفر الله بِهِ الْخَطَايَا وَيرْفَع بِهِ الدَّرَجَات قَالُوا بلَى يَا رَسُول الله فَذكره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৭৭ | মুসলিম বাংলা