আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৭০
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৭০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মসজিদ (মসজিদ নব্বী) থেকে আনসারদের বাড়ি-ঘর দূরে থাকায় তারা কাছে আসার ইচ্ছা করল। তখন অবতীর্ণ হল: ونكتب مَا قدمُوا وآثارهم এবং আমি লিখে রাখি, যা তারা আগে পাঠায় এবং যা পেছনে রেখে যায়)। এরপর তারা পূর্বস্থানে থেকে গেল।
(ইবন মাজাহ শরীফে উত্তম সনদে হাদীসটি বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
470 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَت الْأَنْصَار بعيدَة مَنَازِلهمْ من الْمَسْجِد فأرادوا أَن يتقربوا فَنزلت {ونكتب مَا قدمُوا وآثارهم} يس 21 فثبتوا
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد