আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৬৪
অধ্যায়ঃ নামাজ
অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৬৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: মানুষের দৈনন্দিন জীবনের সদাচরণ সালাতের অন্তর্ভুক্ত। তখন কওমের এক ব্যক্তি বলল: এতো আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। তিনি বললেনঃ তোমার সৎকাজের নির্দেশ দেওয়া এবং অসৎকাজ থেকে বারণ করা সালাততুল্য। দুর্বলের প্রতি সহানুভূতি প্রদর্শন তোমার জন্য সালাততুল্য, রাস্তা থেকে ময়লা অপসারণ করা তোমার জন্য সালাততুল্য এবং সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপে রয়েছে সালাতের অনুরূপ সওয়াব।
(ইবন খুযায়মা (র) তাঁর 'সহীহ' গ্রন্থে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
464 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على كل ميسم من الْإِنْسَان صَلَاة كل يَوْم
فَقَالَ رجل من الْقَوْم هَذَا من أَشد مَا أوتينا بِهِ
قَالَ أَمرك بِالْمَعْرُوفِ ونهيك عَن الْمُنكر صَلَاة وحلمك على الضَّعِيف صَلَاة وإنحاؤك القذر عَن
الطَّرِيق صَلَاة وكل خطْوَة تخطوها إِلَى الصَّلَاة صَلَاة
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه