আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৫৮
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৫৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মনে হয় আবু বদর নবী (সা) থেকে মারফূ সনদে বর্ণনা করেন। তিনি বলেনঃ মুসল্লী যেন (হারানো বস্তুর ন্যায়) খোঁজ করে মসজিদকে আবর্জনামুক্ত রাখে। (হাদীসটি আবূ দাউদ উত্তম সনদে বর্ণনা করেছেন। ইমাম দারু কুতনী এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসিত হলে। তিনি বলেন: হাদীসখানা তিনি হযরত আবূ হুরায়রা (রা) থেকে মাওকুফ সনদে বর্ণনা করেছেন। তিনি বলেন, তবে তার ধারণা আবু বদর থেকে হাদীসখানা মারফু সনদে বর্ণিত। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
458 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَبُو بدر أرَاهُ رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْحَصَاة تناشد الَّذِي يُخرجهَا من الْمَسْجِد
رَوَاهُ أَبُو دَاوُد بِإِسْنَاد جيد وَقد سُئِلَ الدَّارَقُطْنِيّ عَن هَذَا الحَدِيث فَذكر أَنه رُوِيَ مَوْقُوفا على أبي هُرَيْرَة وَقَالَ رَفعه وهم من أبي بدر وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান