আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৪০
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৪০. তাঁর অনুরূপ একটি সূত্রে বর্ণিত হয়েছে, তিনি তাতে বলেছেন: সালাত আদায়কালে আল্লাহ তা'আলা তোমাদের সামনে থাকেন। কাজেই কষ্টদায়ক কোন কিছু তোমরা তোমাদের সামনে নিক্ষেপ করো না।
(ইবন খুযায়মা হাদীসটি বর্ণনা করেন এবং এ পর্যায়ে অনুচ্ছেদ সেটে দিয়েছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
440 - وَفِي رِوَايَة لَهُ بِنَحْوِهِ إِلَّا أَنه قَالَ فِيهِ فَإِن الله عز وَجل بَين أَيْدِيكُم فِي صَلَاتكُمْ فَلَا توجهوا شَيْئا من الْأَذَى بَين أَيْدِيكُم
الحَدِيث وَبَوَّبَ عَلَيْهِ ابْن خُزَيْمَة بَاب الزّجر عَن تَوْجِيه جَمِيع مَا يَقع عَلَيْهِ اسْم أَذَى تِلْقَاء الْقبْلَة فِي الصَّلَاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান