আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৩৮
অধ্যায়ঃ নামাজ
মসজিদ ও কিবলার দিকে থু থু ফেলা এবং হারানো বস্তুর ঘোষণার প্রতি ভীতি প্রদর্শন
৪৩৮. ইবন মাজাহ কাসিম ইবন মিহরান থেকে বর্ণনা করেন। তিনি অজ্ঞাত রাবী। আবূ রাফি' হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ মসজিদের দেয়ালে থু থু দেখতে পান। এরপর তিনি লোকদের দিকে ফিরে বলেন: তোমাদের কি হ'ল যে, তোমাদের প্রতিপালক সামনে' রয়েছেন, অথচ তোমরা সামনে থু থু ফেলছ? তোমরা কি তাঁর চেহারার প্রতি কফ নিক্ষেপ করা পসন্দ কর? তোমদের কেউ যখন থু থু ফেলে, তখন সে যেন তা বামদিকে ফেলে অথবা কাপড় দ্বারা পরিষ্কার করে নেবে।
(কাসিম ইবন মিহরান বলেন, অতঃপর আমাকে দেখিয়ে ইসমাঈল ইবন উলায়্যা কাপড়ে থু থু ফেললেন এবং তা রগড়ে ফেললেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من البصاق فِي الْمَسْجِد وَإِلَى الْقبْلَة وَمن إنشاد الضَّالة فِيهِ وَغير ذَلِك مِمَّا يذكر هُنَا
438 - وروى ابْن مَاجَه عَن الْقَاسِم بن مهْرَان وَهُوَ مَجْهُول عَن أبي رَافع عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رأى نخامة فِي قبْلَة الْمَسْجِد فَأقبل على النَّاس فَقَالَ مَا بَال أحدكُم يقوم مُسْتَقْبل ربه فيتنخع أَمَامه أَيُحِبُّ أحدكُم أَن يسْتَقْبل فيتنخع فِي وَجهه إِذا بَصق أحدكُم فليبصق عَن شِمَاله أَو ليتفل هَكَذَا فِي ثَوْبه ثمَّ أَرَانِي إِسْمَاعِيل يَعْنِي ابْن علية يبصق فِي ثَوْبه ثمَّ يدلكه
tahqiqতাহকীক:তাহকীক চলমান