আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪২৫
অধ্যায়ঃ নামাজ
প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণ করার প্রতি অনুপ্রেরণা
৪২৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: যে ব্যক্তি অহংকার প্রদর্শনেচ্ছা ব্যতীত খালিস নিয়্যাতে মসজিদ তৈরি করবে, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করবেন।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي بِنَاء الْمَسَاجِد فِي الْأَمْكِنَة المحتاجة إِلَيْهَا
425 - وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من بنى مَسْجِدا لَا يُرِيد بِهِ رِيَاء وَلَا سمعة بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط