আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৪০
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪০. হযরত আবূ আয্যূব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সা) আমাদের কাছে বেরিয়ে এসে বলেন, আমার উম্মতের খিলালকারীদের প্রতি মুবারকবাদ! তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ (সা) কারা খিলালকারী? তিনি বললেন, যারা উযূতে খিলাল করে এবং যারা খিলাল করে খাদ্য (দাঁতের মধ্য হতে) বের করে। উযূতে খিলাল হল কুল্লি করা, নাকে পানি দেওয়া এবং আঙ্গুল খিলাল করা। আর খানার খিলাল হচ্ছে (দাঁতের মধ্য থেকে খাদ্যবস্তু) বের করা। যে ব্যক্তি সালাতে দাঁড়াবে এবং তার দাঁতে কিছু থাকবে, এটি ফিরিশতাদ্বয়ের কাছে খুবই অস্বস্তিকর।বলী তাবারানী আবু আয়্যুব ও আতা সূত্রে বর্ণিত রয়েছে যে, "রাসূলুল্লাহ বলেছেন: যারা উযূ ও আহারের পর খিলাল করে, তারা আমার কতইনা উত্তম উম্মত।"
হাদীসটি 'আওসাত' গ্রন্থে হযরত আনাস (রা) সূত্রে বর্ণিত। হাদীসটির বিভিন্ন বর্ণনা সূত্র ওয়াসিল ইবন আবদুর রহমান রাকাশীর উপর নির্ভরশীল। ইমাম শু'বা (রা) ও অন্যান্যগণ তাঁকে বিশ্বস্ত মনে করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
340 - عَن أبي أَيُّوب يَعْنِي الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ حبذا المتخللون من أمتِي
قَالَ وَمَا المتخللون يَا رَسُول الله قَالَ المتخللون فِي الْوضُوء والمتخللون من الطَّعَام
أما تَخْلِيل الْوضُوء فالمضمضة وَالِاسْتِنْشَاق وَبَين الْأَصَابِع وَأما تَخْلِيل الطَّعَام فَمن الطَّعَام إِنَّه لَيْسَ شَيْء أَشد على الْملكَيْنِ من أَن يريَا بَين أَسْنَان صَاحبهمَا طَعَاما وَهُوَ قَائِم يُصَلِّي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرَوَاهُ أَيْضا هُوَ وَالْإِمَام أَحْمد كِلَاهُمَا مُخْتَصرا عَن أبي أَيُّوب وَعَطَاء قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حبذا المتخللون من أمتِي فِي الْوضُوء وَالطَّعَام
وَرَوَاهُ فِي الْأَوْسَط من حَدِيث أنس
ومدار طرقه كلهَا على وَاصل بن عبد الرَّحْمَن الرقاشِي وَقد وَثَّقَهُ شُعْبَة وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান