আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২৪১
অধ্যায়ঃ ইলেম
কলহ্ ও অনর্থক বাদানুবাদ, পারস্পরিক অনর্থক যুক্তি প্রদান, ক্ষুব্ধ হওয়া এবং বিজয়ী হওয়ার প্রবণতার প্রতি ভীতি প্রদর্শন এবং সত্য প্রতিষ্ঠা ও মিথ্যা তিরোহিত করার প্রতি অনুপ্রেরণা
২৪১. হযরত ইব্ন আব্বাস (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। হযরত ঈসা (আ) বলেছেন: শরীয়তের কার্যক্রম তিন ধরনের: (১) এক ধরনের কাজ হচ্ছে এমন যার সঠিক হওয়াটা সুস্পষ্ট বলে তোমার কাছে প্রতিভাত হয়েছে, তুমি তার অনুসরণ কর। (২) আর এক ধরনের হল, যা ভ্রষ্টতারূপে তোমার কাছে সুস্পষ্ট প্রতিভাত হয়েছে, তা বর্জন কর এবং (৩) যে বিষয়ে মতবিরোধ রয়েছে, তা আলিমদের কাছে পেশ কর।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من المراء والجدال والمخاصمة والمحاججة والقهر وَالْغَلَبَة وَالتَّرْغِيب فِي تَركه للمحق والمبطل
241 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن عِيسَى عَلَيْهِ السَّلَام قَالَ إِنَّمَا الْأُمُور ثَلَاثَة أَمر تبين لَك رشده فَاتبعهُ وَأمر تبين غية فاجنتنبه وَأمر اخْتلف فِيهِ فَرده إِلَى عَالم رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ