আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২৩৭
অধ্যায়ঃ ইলেম
কলহ্ ও অনর্থক বাদানুবাদ, পারস্পরিক অনর্থক যুক্তি প্রদান, ক্ষুব্ধ হওয়া এবং বিজয়ী হওয়ার প্রবণতার প্রতি ভীতি প্রদর্শন এবং সত্য প্রতিষ্ঠা ও মিথ্যা তিরোহিত করার প্রতি অনুপ্রেরণা
২৩৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ (অনর্থক) ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়া ব্যতীত কোন জাতিই হিদায়াত লাভের পর পথভ্রষ্ট হয় নি। তারপর তিনি তিলাওত করলেন: مَا ضربوه لَك إِلَّا جدلا এরা কেবল বাক-বিতন্ডার উদ্দেশেই তোমাকে এ কথা বলে।" (সূরা যুখরুফ: ৫৮)।
(ইমাম তিরমিযী, ইবন্ মাজাহ ইব্ন আবিদ দুনিয়ার 'কিতাবুস সামৃত' প্রভৃতিতে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
(ইমাম তিরমিযী, ইবন্ মাজাহ ইব্ন আবিদ দুনিয়ার 'কিতাবুস সামৃত' প্রভৃতিতে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الْعلم
التَّرْهِيب من المراء والجدال والمخاصمة والمحاججة والقهر وَالْغَلَبَة وَالتَّرْغِيب فِي تَركه للمحق والمبطل
237 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا ضل قوم بعد هدى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الجدل
ثمَّ قَرَأَ {مَا ضربوه لَك إِلَّا جدلا} الزخرف 85
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَغَيره وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
ثمَّ قَرَأَ {مَا ضربوه لَك إِلَّا جدلا} الزخرف 85
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَغَيره وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح