আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২২৭
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ধারণা, কোন আলিম ইল্‌ম অর্জনের পর তা কেবল তার কৃত গুনাহের কারণেই ভুলে যায়।
(ইমাম তাবারানী (র) কাসিম ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবদুল্লাহ হতে তাঁর দাদার সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। অথচ তিনি তাঁর দাদা থেকে হাদীসটি শুনেননি। তবে এর রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
227 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ إِنِّي لأحسب الرجل ينسى الْعلم كَمَا تعلمه للخطيئة يعملها
رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا من رِوَايَة الْقَاسِم بن عبد الرَّحْمَن بن عبد الله عَن جده عبد الله وَلم يسمع مِنْهُ وَرُوَاته ثِقَات