আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২২৪
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২৪. হযরত আলী ইবন আবূ তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমি আমার উম্মতের মুমিন ও মুশরিকদের সম্পর্কে ভয় করি না। মুমিন ব্যক্তির ঈমান তাকে (জাহান্নাম থেকে) রক্ষা করবে আর মুশরিক ব্যক্তির কুফর (ও শিরক) তাকে জাহান্নামের দিকে টেনে নেবে। কিন্তু আমি তোমাদের মধ্যে ঐ মুনাফিকদের ব্যাপারে শংকিত, যে শুধুমাত্র ভাষার পণ্ডিত। তোমরা যা উত্তম মনে কর, সে তা বলবে অথচ তোমরা যা মন্দ মনে কর, সে তা করবে।
(ইমাম তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' হারিস সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেন। তিনি হলেন হারিস আওয়ার। তাঁকে ইব্ন হিব্বান ও অন্যান্যরা বিশ্বস্ত মনে করেন।)
(ইমাম তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' হারিস সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেন। তিনি হলেন হারিস আওয়ার। তাঁকে ইব্ন হিব্বান ও অন্যান্যরা বিশ্বস্ত মনে করেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
224 - وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنِّي لَا أَتَخَوَّف على أمتِي مُؤمنا وَلَا مُشْركًا فَأَما الْمُؤمن فيحجزه إيمَانه وَأما الْمُشرك فيقمعه كفره وَلَكِن أَتَخَوَّف عَلَيْكُم منافقا عَالم اللِّسَان يَقُول مَا تعرفُون وَيعْمل مَا تنكرون
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط من رِوَايَة الْحَارِث وَهُوَ الْأَعْوَر وَقد وَثَّقَهُ ابْن حبَان وَغَيره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط من رِوَايَة الْحَارِث وَهُوَ الْأَعْوَر وَقد وَثَّقَهُ ابْن حبَان وَغَيره