আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ২১৩
অধ্যায়ঃ ইলেম
ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২১৩. হযরত ইব্ন মাসউদ (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর ব্যতীত পা বাড়াতে দেওয়া হবে না। তা হলো: (১) সে তার জীবন কি কাজে নিঃশেষ করেছে, (২) তার যৌবনকাল কি কাজে নষ্ট করেছে, (৩) সে কোন পথে উপার্জন করেছে এবং (৪) কোন পথে তা ব্যয় করেছে, (৫) সে তার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে।
(ইমাম তিরমিযী ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব। একমাত্র হুসায়ন ইবনু কায়স সূত্রে আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর মাধ্যমে নবী (সা) থেকে বর্ণিত।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এই হুসায়ন হানাশ নামে পরিচিত। হুসায়ন ইবন নুমায়র তাঁকে বিশ্বস্ত বলেছেন। অন্যরা তাঁকে যঈফ বলেছেন। উল্লিখিত হাদীসটি পূর্বের হাদীসের সাথে সম্পর্কিত করলে মুতাবিয়াতের মধ্যে হাসান। আল্লাহ সর্বজ্ঞ।
كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
213 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يَزُول قدما ابْن آدم يَوْم الْقِيَامَة حَتَّى يسْأَل عَن خمس عَن عمره فيمَ أفناه وَعَن شبابه فيمَ أبلاه وَعَن مَاله من أَيْن اكْتَسبهُ وفيم أنفقهُ وَمَا عمل فِيمَا علم
رَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب لَا نعرفه من حَدِيث ابْن مَسْعُود عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا من حَدِيث حُسَيْن بن قيس
قَالَ الْحَافِظ حُسَيْن هَذَا هُوَ حَنش وَقد وَثَّقَهُ حُصَيْن بن نمير وَضَعفه غَيره وَهَذَا الحَدِيث حسن فِي المتابعات إِذا أضيف إِلَى مَا قبله وَالله أعلم