আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ২০৫
অধ্যায়ঃ ইলেম
ইলম গোপন করার প্রতি ভীতি প্রদর্শন
২০৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ইলম অর্জন করলো অথচ মানুষের কাছে তা বর্ণনা করলো না, তার উদাহরণ হচ্ছে ঐ ব্যক্তির ন্যায়, যে ব্যক্তি সম্পদ পুঞ্জীভূত করে কিন্তু তা থেকে ব্যয় করে না।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তাঁর সনদে ইব্ন লাহীয়া নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
(ইমাম তাবারানী তাঁর 'আওসাতে' হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তাঁর সনদে ইব্ন লাহীয়া নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من كتم الْعلم
205 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يتَعَلَّم الْعلم ثمَّ لَا يحدث بِهِ كَمثل الَّذِي يكنز الْكَنْز ثمَّ لَا ينْفق مِنْهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة