আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৭২
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৭২. হযরত আমর ইব্‌ন শুআয়ব (রা) তাঁর পিতার সূত্রে তাঁর দাদা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান বুঝে না, সে আমাদের
দলভুক্ত নয়।
(ইমাম তিরমিযী ও আবু দাউদ হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে আবু দাউদের বর্ণনায় وَيعرف شرف كَبِيرنَا এর স্থলে وَيعرف حق كَبِيرنَا "যে বড়দের হক সম্পর্কে সচেতন নয়" (সে আমাদের দলভুক্ত নয়) রয়েছে।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
172 - وَعَن عَمْرو بن شُعَيْب عَن جده أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ منا من لم يرحم
صَغِيرنَا وَيعرف شرف كَبِيرنَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ وَيعرف حق كَبِيرنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭২ | মুসলিম বাংলা