আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৬৪
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সাহচর্য অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১৬৪. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের সর্বোত্তম সঙ্গী কারা? জবাবে তিনি বললেন, তোমাদের ঐ সকল ব্যক্তি, যাদের দর্শনে আল্লাহর কথা তোমাদের
স্মরণপটে উদিত হয়, যাদের কথায় তোমাদের ইলম বৃদ্ধি পায় এবং যাদের আমল দেখলে আখিরাতের কথা তোমাদের স্মরণপটে উদিত হয়।
(ইমাম আবু ইয়ালা হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ সনদে রিওয়ায়াতকারী, তবে মুবারক ইবন হাসান ব্যতিক্রম।)
স্মরণপটে উদিত হয়, যাদের কথায় তোমাদের ইলম বৃদ্ধি পায় এবং যাদের আমল দেখলে আখিরাতের কথা তোমাদের স্মরণপটে উদিত হয়।
(ইমাম আবু ইয়ালা হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ সনদে রিওয়ায়াতকারী, তবে মুবারক ইবন হাসান ব্যতিক্রম।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي مجالسة الْعلمَاء
164 - وَعَن ابْن عَبَّاس قَالَ قيل يَا رَسُول الله أَي جلسائنا خير قَالَ من ذكركُمْ الله رُؤْيَته وَزَاد فِي علمكُم مَنْطِقه وذكركم بِالآخِرَة عمله
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا مبارك بن حسان
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا مبارك بن حسان