আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৫৯
অধ্যায়ঃ ইলেম
হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) প্রতি মিথ্যারোপ করবে, সে যেন তার বাসস্থান জাহান্নামে প্রস্তুত করে নেয়।
(ইমাম বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেন। এ হাদীসটি একাধিক সাহাবী সিহাহ, সুনান, মাসানীদ ইত্যাদি গ্রন্থসমূহে বর্ণিত রয়েছে। ফলে হাদীসটি প্রায় মুতাওয়াতির এর পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ সর্বজ্ঞ।)
(ইমাম বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেন। এ হাদীসটি একাধিক সাহাবী সিহাহ, সুনান, মাসানীদ ইত্যাদি গ্রন্থসমূহে বর্ণিত রয়েছে। ফলে হাদীসটি প্রায় মুতাওয়াতির এর পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
159 - وَعنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كذب عَليّ مُتَعَمدا فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا وَهَذَا الحَدِيث قد رُوِيَ عَن غير وَاحِد من الصَّحَابَة فِي الصِّحَاح وَالسّنَن وَالْمَسَانِيد وَغَيرهَا حَتَّى بلغ مبلغ التَّوَاتُر وَالله أعلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا وَهَذَا الحَدِيث قد رُوِيَ عَن غير وَاحِد من الصَّحَابَة فِي الصِّحَاح وَالسّنَن وَالْمَسَانِيد وَغَيرهَا حَتَّى بلغ مبلغ التَّوَاتُر وَالله أعلم