আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৫০
অধ্যায়ঃ ইলেম
যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৫০. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, তিনি বলেছেন: যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জনের উদ্দেশ্যে সফর করে, আল্লাহ্ তা'আলা তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেন। আর ফিরিশতাগণ ইলম অন্বেষণকারীর জন্য তাদের ডানাসমূহ বিছিয়ে দেন। ইলম অন্বেষণকারীর জন্য আসমানের ফিরিশতাকুল আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, এমনকি পানির মাছও তাদের জন্য দু'আ করে। একজন আবিদের উপর আলিমের মর্যাদা হল আকাশের সবচাইতে ক্ষুদ্র নক্ষত্রটির উপর পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্বের ন্যায়। আলিমগণ নবীগণের উত্তরাধিকারী, আর নবীগণ দীনার-দিরহাম উত্তরাধিকার হিসেবে রেখে যাননি, বরং তাঁরা মীরাস হিসেবে রেখে গেছেন ইলমে দীন। যে ব্যক্তি তা গ্রহণ করলো, সে যেন এক বিরাট হিস্সা লাভ করলো। আলিমের মৃত্যু এরকম বিপদ যার ক্ষতি অপূরণীয় এবং তা এমন ফাটল যার প্রতিবিধান হবার নয়। আলিম ব্যক্তি নক্ষত্রতুল্য, যার মৃত্যু নক্ষত্রের পতনতুল্য। একটি গোটা গোত্রের (লোকদের) মৃত্যু একজন আলিমের মৃত্যু থেকে কম গুরুত্ববহ।
(ইমাম আবূ দাউদ, তিরমিযী, ইব্ন মাজাহ, ইব্ন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে তাঁদের গ্রন্থে موت العالم থেকে শেষ পর্যন্ত উল্লেখ নেই। বায়হাকী নিজ শব্দযোগে ওলীদ ইব্‌ন মুসলিম সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের কাছে খালিদ ইবন ইয়াযীদ ইব্‌ন আবূ মালিক (র) উসমান ইব্‌ন আয়মান হতে রিওয়ায়াত করেন। অচীরেই পরবর্তী অধ্যায়ে আবু রুদায়নের হাদীস আসছে ইনশা আল্লাহ্।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
150 - وَعَن أبي الدَّرْدَاء قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من غَدا يُرِيد الْعلم يتعلمه لله فتح الله لَهُ بَابا إِلَى الْجنَّة وفرشت لَهُ الْمَلَائِكَة أكنافها وصلت عَلَيْهِ مَلَائِكَة السَّمَوَات وحيتان الْبَحْر وللعالم من الْفضل على العابد كَالْقَمَرِ لَيْلَة الْبَدْر على أَصْغَر كَوْكَب فِي السَّمَاء وَالْعُلَمَاء وَرَثَة الْأَنْبِيَاء إِن الْأَنْبِيَاء لم يورثوا دِينَارا وَلَا درهما وَلَكنهُمْ ورثوا الْعلم فَمن أَخذه أَخذ بحظه
وَمَوْت الْعَالم مُصِيبَة لَا تجبر وثلمة لَا تسد وَهُوَ نجم طمس موت قَبيلَة أيسر من موت عَالم
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَلَيْسَ عِنْدهم موت الْعَالم إِلَى آخِره وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ من رِوَايَة الْوَلِيد بن مُسلم
حَدثنَا خَالِد بن يزِيد بن أبي مَالك عَن عُثْمَان بن أَيمن عَنهُ وَسَيَأْتِي فِي الْبَاب بعده حَدِيث أبي الردين إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৫০ | মুসলিম বাংলা