আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৪৬
অধ্যায়ঃ ইলেম
যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৬. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী করীম (সা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ভোরবেলা উত্তম বিষয়ে অথবা ইলমে দীন শিক্ষা দেওয়ার জন্য মসজিদে যায়, তার জন্য রয়েছে একটি পূর্ণ হজ্জের সওয়াব।
( ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে নির্দোষ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
146 - وَعَن أبي أُمَامَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من غَدا إِلَى الْمَسْجِد لَا يُرِيد إِلَّا أَن يتَعَلَّم خيرا أَو يُعلمهُ كَانَ لَهُ كَأَجر حَاج تَاما حجَّته
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান