আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৪৪
অধ্যায়ঃ ইলেম
যানবাহনে ইলম অর্জনের প্রতি অনুপ্রেরণা
১৪৪. হযরত যির ইবন হুবায়শ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি সাফওয়ান ইব্‌ন আসসাল মুরাদী (রা)-এর কাছে গেলাম। তিনি বললেন, কি উদ্দেশ্যে আসা হলো হে? আমি বললাম, ইলম অর্জনের জন্য। তিনি (সাফওয়ান) বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি ইলম অর্জনের জন্য তার ঘর থেকে বের হয়, তার কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে ফিরিশতাগণ তাঁদের পাখাসমূহ বিছিয়ে দেন।
(ইমাম তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে একে সহীহ বলে অভিহিত করেছেন। ইব্ন মাজাহও হাদীসটি বর্ণনা করেছেন এবং শব্দগুলো তাঁরই বর্ণনার। ইব্‌ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও হাদীসটি বর্ণনা করে হাদীসটির সনদ বিশুদ্ধ বলে মন্তব্য করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي الرحلة فِي طلب الْعلم
144 - وَعَن زر بن حُبَيْش قَالَ أتيت صَفْوَان بن عَسَّال الْمرَادِي رَضِي الله عَنهُ قَالَ مَا جَاءَ بك قلت أنبط الْعلم قَالَ فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من خَارج من بَيته فِي طلب الْعلم إِلَّا وضعت لَهُ الْمَلَائِكَة أَجْنِحَتهَا رضَا بِمَا يصنع
رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

হাদীসের ব্যাখ্যা:

তালিবে ইলম যেহেতু দীনী ইলম শেখার উদ্দেশ্যে বের হয়, তাই তার প্রতি সন্তুষ্টিতে ফিরিশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন। এভাবে তারা তালিবে ইলমের প্রতি সম্মান প্রদর্শন করেন। সুবহানাল্লাহ! একজন তালিবে ইলমের কত বড় মর্যাদা। এ মর্যাদার কারণ সহীহ ইলম সহীহ আমলের ভিত্তি। বিশুদ্ধ ইলম ছাড়া শরী'আত মোতাবেক আমল করা সম্ভব হয় না। বরং বিশুদ্ধ ইলম ছাড়া সঠিক আকীদা-বিশ্বাসও পোষণ করা যায় না। আল্লাহ তা'আলার পরিচয় লাভ করা ও নবুওয়াত, আখিরাত প্রভৃতি বিষয় বোঝা বিশুদ্ধ ইলম ছাড়া কখনোই সম্ভব নয়। এ কারণেই ইলমে দীন শিক্ষার এত গুরুত্ব ও ফযীলত এবং তালিবে ইলমের এত মর্যাদা।
ফিরিশতাগণের ডানা বিছানোর স্বরূপ কী, তাদের ডানাই বা কেমন, তা আমাদের পক্ষে জানা সম্ভব না। হাদীছে যতটুকু বলা হয়েছে, আমরা ততটুকুতে বিশ্বাস রাখি। এর বেশি খোঁজ-খবরের পেছনে পড়ার কোনও প্রয়োজন আমাদের নেই। তা জানার উপর আমাদের দীনের কোনও বিষয় নির্ভরশীল নয়। না জানলে আমাদের কোনও ক্ষতি নেই। কাজেই ওসব বিষয়ে নীরবতা অবলম্বনই শ্রেয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ইলমে দীন শেখা অত্যন্ত ফযীলতের কাজ। এর জন্য কোনও বয়সের সীমারেখা নেই। যেকোনও বয়সেই তা শেখা যেতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান