আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১২০
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১২০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ কর্তৃক নির্ধারিত একটি কিংবা দু'টি কিংবা তিনটি অথবা চারটি কিংবা পাঁচটি কালেমা শিখলো এবং লোকদের তা শিক্ষা দিল, সে জান্নাতী। হযরত আবূ হুরায়রা (রা) বলেন, এরপর রাসূলুল্লাহর থেকে আমি যে বাক্যগুলো শুনেছি, তা আর ভুলিনি।
(হাসানের সূত্রে আবু নু'আয়ম হাদীসটি রিওয়ায়াত করেছেন। আবূ হুরায়রা (রা) থেকে হাসানের হাদীস শ্রবণের ব্যাপারটি বিশুদ্ধ হলে হাদীসের সনদটি হাসান।)
كتاب الْعلم
فصل
120 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من رجل تعلم كلمة أَو كَلِمَتَيْنِ أَو ثَلَاثًا أَو أَرْبعا أَو خمْسا مِمَّا فرض الله عز وَجل فيتعلمهن ويعلمهن إِلَّا دخل الْجنَّة
قَالَ أَبُو هُرَيْرَة فَمَا نسيت حَدِيثا بعد إِذْ سَمِعتهنَّ من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ أَبُو نعيم وَإِسْنَاده حسن لَو صَحَّ سَماع الْحسن من أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান