আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১১০
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১১০. হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয। অযোগ্য পাত্রে ইলম গচ্ছিত রাখা শূকরের গলায় মণিমুক্তা খচিত স্বর্ণ হার পরানোর শামিল।
(ইমাম ইব্ন মাজাহ প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন)
كتاب الْعلم
فصل
110 - وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طلب الْعلم فَرِيضَة على كل مُسلم وَوَاضِع الْعلم عِنْد أَهله كمقلد الْخَنَازِير الْجَوْهَر واللؤلؤ وَالذَّهَب
رَوَاهُ ابْن مَاجَه وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান