আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ১০০
কুরআন-সুন্নাহর অনুসরণ
অনুকরণ করা হবে সে উদ্দেশ্যে উত্তম কাজের সূচনা করার প্রতি অনুপ্রেরণা এবং বিভ্রান্তির অনুকরণ করা হতে পারে সে আশংকায় মন্দ নীতি উদ্ভাবনের প্রতি ভীতি প্রদর্শন
১০০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ যে ব্যক্তি (অন্যদের) কোন ব্যাপারের দিকে দাওয়াত দেবে, কিয়ামতের দিন তাকে সেই দাওয়াতের সাথেই দাঁড় করানো হবে যদিও সে একটি মাত্র ব্যক্তিকে দাওয়াত করে থাকুক না কেন।
(ইমাম ইব্ন মাজাহ (র) বিশ্বস্ত বর্ণনাকারীদের সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي الْبدَاءَة بِالْخَيرِ ليستن بِهِ والترهيب من الْبدَاءَة بِالشَّرِّ خوف أَن يستن بِهِ
100 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من دَاع يَدْعُو إِلَى شَيْء إِلَّا وقف يَوْم الْقِيَامَة لَازِما لدعوته مَا دَعَا إِلَيْهِ وَإِن دَعَا رجل رجلا
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান