আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৯৬
কুরআন-সুন্নাহর অনুসরণ
অনুকরণ করা হবে সে উদ্দেশ্যে উত্তম কাজের সূচনা করার প্রতি অনুপ্রেরণা এবং বিভ্রান্তির অনুকরণ করা হতে পারে সে আশংকায় মন্দ নীতি উদ্ভাবনের প্রতি ভীতি প্রদর্শন
৯৬. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) এর আমলে এক ব্যক্তি যাঞ্চা করল, কিন্তু লোকজন কিছুই দিল না। অতঃপর এক ব্যক্তি দান করলে অপরাপর লোকেরাও দান করল। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন: যে ব্যক্তি কোন ভাল কাজ প্রবর্তন করে, তার সে কাজের অনুসরণ করা হলে সে তার পূর্ণ সওয়াব পাবে, আর যারা সেমতে কাজ করবে, সে তাদের অনুরূপ সওয়াব পাবে। অথচ তাদের সওয়াব হ্রাস করা হবে না। যে ব্যক্তি কোন মন্দকাজ প্রবর্তন করবে, তার পাপের বোঝা পরিপূর্ণরূপে তার উপর বর্তাবে এবং সেমতে যারা মন্দ কাজ করবে, তাদের পাপের বোঝাও তার উপর বর্তাবে, অথচ তাদের পাপ হ্রাস করা হবে না।
(ইমাম আহমদ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। আহমদ বলেন, হাদীসটি সহীহ সনদে বর্ণিত এবং ইব্‌ন মাজাহ হযরত আবু হুরায়রা (রা) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي الْبدَاءَة بِالْخَيرِ ليستن بِهِ والترهيب من الْبدَاءَة بِالشَّرِّ خوف أَن يستن بِهِ
96 - وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ سَأَلَ رجل على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأمْسك الْقَوْم ثمَّ إِن رجلا أعطَاهُ فَأعْطى الْقَوْم فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سنّ خيرا فاستن بِهِ كَانَ لَهُ أجره وَمثل أجور من تبعه غير منقص من أُجُورهم شَيْئا وَمن سنّ شرا فاستن بِهِ كَانَ عَلَيْهِ وزره وَمثل أوزار من تبعه غير منتقص من أوزارهم شَيْئا
رَوَاهُ أَحْمد وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান