আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৯০
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৯০. হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: প্রত্যেক কাজে ঝুঁকি রয়েছে। আর প্রত্যেক ঝুঁকির পেছনে রয়েছে ফলাফল। যার কাজের ফলাফল আমার সুন্নাতমুখী হবে, সে হিদায়াত পাবে আর যার কাজের ফলাফল অন্যদিকে হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে।
(ইব্ন আবু আসিম এবং ইব্ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইব্ন হিব্বান অন্য বর্ণনায় হযরত আবু হুরায়রা (রা) সূত্রে হাদীস বর্ণনা করেছেনঃ
নবী করীম (সা) বলেছেন: প্রত্যেক কাজের একটা তীব্রতা বা চরম অবস্থা রয়েছে এবং প্রত্যেক তীব্রতার পরে রয়েছে তার ভাটার অবস্থা। কর্ম সম্পাদনকারী যদি যথার্থভাবে কর্ম সম্পাদন করে অথবা কর্ম সম্পাদনের লক্ষ্যে একে অপরকে কাছে টেনে নেয়, তাহলে কাজের শুভ ফলাফলের আশা কর। আর যদি মন্দকাজের দিকে আংগুল ইশারা করা হয়, তাকে সৎকর্মশীল গণ্য করবে না।
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
90 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لكل عمل شرة وَلكُل شرة فَتْرَة فَمن كَانَت فترته إِلَى سنتي فقد اهْتَدَى وَمن كَانَت فترته إِلَى غير ذَلِك فقد هلك
رَوَاهُ ابْن أبي عَاصِم وَابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه أَيْضا من حَدِيث أبي هُرَيْرَة أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لكل عمل شرة وَلكُل شرة فَتْرَة فَإِن كَانَ صَاحبهَا سَاد أَو قَارب فارجوه وَإِن أُشير إِلَيْهِ بالأصابع فَلَا تعدوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান