আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৮৫
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৮৫. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আকাশের নীচে আল্লাহর নিকট ঐ প্রবৃত্তির চাইতে জঘন্যতর আর কিছু নেই যার অনুসরণ লোকে করে থাকে।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীরে' এবং ইব্‌ন আবূ আসিম 'কিতাবুস-সুন্নাহ'তে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
85 - وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا تَحت ظلّ السَّمَاء من إِلَه يعبد أعظم عِنْد الله من هوى مُتبع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَابْن أبي عَاصِم فِي كتاب السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান