আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৮৩
কুরআন-সুন্নাহর অনুসরণ
সুন্নত বর্জন, বিদআত অবলম্বন এবং প্রবৃত্তি পূজার প্রতি ভীতি প্রদর্শন
৮৩. হযরত গুদায়ফ ইবন হারিস সুমালী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, খলীফা আবদুল মালিক ইব্ন মারওয়ান জনৈক ব্যক্তিকে আমার নিকট প্রেরণ করেন। তিনি বললেন, হে আবু সুলায়মান। আমি দু'টি বিষয়ের উপর লোকজনের ঐকমত্য কায়েম করেছি। তিনি বললেন, সে দু'টো কি? তিনি বললেন, জুমুআর দিন মিম্বরের সম্মুখে হাত উঁচু করা এবং সকালে ও আসরের পরে কিসসা-কাহিনী বর্ণনা করা। (১) তিনি বললেন, এ দুটিই আমার মতে চমৎকার বিদআত। কিন্তু এ দু'টির একটিও আমি সমর্থন করি না। তিনি বললেন, কেন? তিনি বললেন, নবী করীম (সা) বলেছেন, যখন কোন সম্প্রদায়ের লোকজন কোন একটি বিদআতের উদ্ভব ঘটায়, তখন তার অনুরূপ একটি সুন্নাত বিদায় নেয়। তাই দ্বীনের মধ্যে বিদ'আত সৃষ্টি করার চেয়ে সুন্নাহ আঁকড়ে থাকাই শ্রেয়।
(ইমাম আহমদ ও বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(১) কিসসা-কাহিনী বলতে এখানে ওয়ায-নসীহত বুঝানো হয়েছে, গল্প-গুজব নয়।-সম্পাদক
(ইমাম আহমদ ও বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(১) কিসসা-কাহিনী বলতে এখানে ওয়ায-নসীহত বুঝানো হয়েছে, গল্প-গুজব নয়।-সম্পাদক
كتاب السنة
التَّرْهِيب من ترك السّنة وارتكاب الْبدع والأهواء
83 - وَرُوِيَ عَن غُضَيْف بن الْحَارِث الثمالِي قَالَ بعث إِلَيّ عبد الْملك بن مَرْوَان فَقَالَ يَا أَبَا سُلَيْمَان إِنَّا قد جَمعنَا النَّاس على أَمريْن فَقَالَ وَمَا هما قَالَ رفع الْأَيْدِي على المنابر يَوْم الْجُمُعَة والقصص بعد الصُّبْح وَالْعصر فَقَالَ أما إنَّهُمَا أمثل بدعتكم عِنْدِي وَلست بمجيبكم إِلَى شَيْء مِنْهُمَا
قَالَ لم قَالَ لِأَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أحدث قوم بِدعَة إِلَّا رفع مثلهَا من السّنة فتمسك بِسنة خير من إِحْدَاث بِدعَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار
قَالَ لم قَالَ لِأَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أحدث قوم بِدعَة إِلَّا رفع مثلهَا من السّنة فتمسك بِسنة خير من إِحْدَاث بِدعَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار