আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৭৩
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৭৩. হযরত যায়দ ইব্ন আসলাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত ইব্ন উমর (রা)-কে জামার সংকীর্ণ আস্তিন পরিধান করতে দেখেছি। আমি তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে এরূপ করতে দেখেছি।
(ইমাম ইব্ন খুযায়মার 'সহীহ' গ্রন্থে ওয়ালীদ ইব্ন মুসলিম সূত্রে এবং বায়হাকী ও অন্যান্যরা যুহায়র ইব্ন মুহাম্মদ থেকে যায়দ সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
(ইমাম ইব্ন খুযায়মার 'সহীহ' গ্রন্থে ওয়ালীদ ইব্ন মুসলিম সূত্রে এবং বায়হাকী ও অন্যান্যরা যুহায়র ইব্ন মুহাম্মদ থেকে যায়দ সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
73 - وَعَن زيد بن أسلم قَالَ رَأَيْت ابْن عمر يُصَلِّي محلولا أزراره فَسَأَلته عَن ذَلِك
فَقَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَفْعَله
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن الْوَلِيد بن مُسلم عَن زيد وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره عَن زُهَيْر بن مُحَمَّد عَن زيد
فَقَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَفْعَله
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن الْوَلِيد بن مُسلم عَن زيد وَرَوَاهُ الْبَيْهَقِيّ وَغَيره عَن زُهَيْر بن مُحَمَّد عَن زيد
বর্ণনাকারী: